সৌরভ ভট্টাচার্য
26 August 2015
একটা বৃত্ত পূর্ণ হতে কতটা জায়গা লাগে?
জানি না
একটা কেন্দ্রে কতগুলো বৃত্তের কেন্দ্র থাকে?
জানি না
আমি পরিধি বরাবর ঘুরে এসেছি।
কেন্দ্রে শুনেছি -
ঢেউয়ের গর্জন
ঝড়ের হুংকার
আগুনে পোড়ার আওয়াজ
কেউ কেউ উঠে এসেছে কেন্দ্র থেকে
নেমেছেও অনেকে
এই আসা-যাওয়ার পথে পেয়েছি
কয়েকটা স্বপ্নের ছেঁড়া, আধপোড়া পাতা
পরিধিতে দাঁড়িয়ে অনেকক্ষণ
কার হাতে দিয়ে যাব
এই কটা পাতা?