Skip to main content

মাঝে মাঝে নুড়িকেও পাহাড় মনে হয়,
                 ভয়ের নামতা পড়লে
সে নুড়ির ছায়াও পাহাড় মাড়িয়ে যায়
                   একটু এগিয়ে দেখলে