Skip to main content
মিথ্যা কথা সব। জানি তো।
তবু সব যে মিথ্যা, এটা তো সত্যি।

মিথ্যা ছাড়া মানুষ বাঁচে কই?

দেখো না, প্রতিদিন সূর্য ওঠে 
 অর্ধবৃত্ত ঘোরে, ফের ডোবে
মিথ্যা কথা না?
 
 জানি তো!
 
সূর্য যে স্থির, কে না জানে

তবু এই মিথ্যাটুকুতেই তো সারাটা দিন চলে


Category