সৌরভ ভট্টাচার্য
18 May 2017
আমি ফিনিক্সও নই, হোমাপাখিও নই
গরুড় কিম্বা কাকভূশণ্ডীও নই
চাতকের মত তৃষ্ণার্ত, তাকিয়ে আছি
তুমি শূন্য হলে, আমি শূন্য
তুমি পূর্ণ হলে, আমি পূর্ণ
অনুভব শূন্যতাকে অনুভব করে শান্ত
অনুভব পূর্ণতা নিমগ্ন হয়ে আনন্দিত
অনুভব শুধু নিজেকে শূন্য না জানুক,
সেই মহতী বিনষ্টি