কিছু কথা বলেছিলেন
যে কথাদের কেউ ঘাঁটায় না
কিছু মানুষদের কথা লিখেছিলেন
যাদের অস্তিত্ব সভ্য সমাজে ব্রাত্য
সে মানুষদের কাছে গবেষকের মস্তিষ্ক পৌঁছেছে কখনো কখনো
কখনো সরকারি বা বেসরকারি কৃপা
একটা মরমী হৃদয় পৌঁছেছিল বহুদিন পর
আঁচলে বাধা স্নেহ, আর বুকেতে ভরা বড্ড ক্ষোভ, জেদ, অভিমান, স্পর্ধা -
'এই-সব মূঢ় ম্লান মূক মুখে দিতে হবে ভাষা'
ধানের শীষে লাগা সন্তানের রক্ত বুকে বিঁধেছিল, রক্তাক্ত হল লেখনীর মুখ
অধিকার ফিরে যাওয়ার পথ এল অরণ্যে
লড়াই থামল না
অসাম্যের বিরুদ্ধে লড়াই থামে না
কেউ কেউ সুখ চেনে না।
গর্জন চেনে। হুঙ্কার চেনে। প্রতিবাদ চেনে। তারা নিঃশেষ হয় না। হতে পারে না। কারণ অসাম্য, অবিচার তবু থাকে।
খোঁজ পড়ে আরেক মহাশ্বেতার
তারা জীবিতই থাকে
যারা ঘুমায় না। ঘুমাতে দেয়ও না।
জ্বলুক প্রদীপ। জাগুক আশা।
চিরপ্রাণের বেদীতে চিরজাগ্রত মহাশ্বেতারা।
(ছবিঃ ইন্টারনেট)