Skip to main content

কেউ ভারতকে পেতে চায়। কাউকে ভারতে পায়। 

    যে ভারতকে পেতে চায়, সে কড় গোনে, দাগ কাটে, এদিক ওদিক ভিন্ন ভিন্ন রং খোঁজে, চোখ রাঙায়, দল পাকায়, দল ভাঙে। 

    যাকে ভারতে পায় সে "মহামানবের সাগরতীরে" এসে দাঁড়াতে চায়, সে উপনিষদে বিশ্বমানবের একাত্মাকে খোঁজে, সে বিশাল মাথা ঘাড়ের উপর নিয়ে গ্রামে গ্রামে স্কুল খুলে বেড়ায়, সে পাগলা বামুনের ভাষায় মনুমেন্টের মাথায় চড়ে সব একে মিশে একাকার দেখে, সে বিলেত ফেরত শিক্ষা নিয়ে খালি গায়ে লাইফ ডিভাইন লিখতে বসে, সে গ্রামের মধ্যে 'বিশ্বভারতী' গড়ে ফেলে, সে রামনামে সারা বিশ্বের আত্মাকে ডেকে ফেলে.....তাকে যে ভারতে পেয়েছে...