Skip to main content

সবাই জানতে চায়, কেমন আছি?
কেউ শুনতে চায় না, কেমন আছি।


সকাল থেকে রাত কৌটোর মধ্যে বন্ধ
বাইরের আওয়াজ ভিতরে আসে না,
ভিতরের আওয়াজ কানের কাছে তালা লাগায়।


কেউ কেউ ঢাকনা খোলার চেষ্টা করেও
বন্ধ করে ফেলে, ভয় পায়
খুললেই পাওডারের মত সব সুখ উড়ে যেতে পারে।


আমি কৌটোটার ঢাকনা হারিয়েছি
অনেক দিন হল।


সন্ধ্যেবেলা তারা ভরা আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকি,
ওরা আমার সমস্যার সমাধান করে না,
শুধু ভার কমিয়ে দেয়
মহাকাশের কাছে।





আমার হাল্কা লাগে।
 

Category