Skip to main content

 

jashore road.jpg

হাত বাড়াল। রিক্ত হাত।

তবু সে ধরা দিল। পূর্ণ চাঁদ।

সময় বলল, চল চল।

আকাশ বলল,

 থামলে ঘটবে মহাজাগতিক পরমাদ।