সৌরভ ভট্টাচার্য 4 May 2016 বিস্তর মেঘ জমেছে ওরা নীলাকাশকে বলছে, আজ তুমি না, আমি মাঠের বুকে নরম ছায়া পড়েছে মেঘের সবুজ ঘাসের কানে কানে বাতাস বলেছে - এসো না, আজ লুকোচুরি খেলি (ছবিঃ সমীরণ নন্দী) Category কবিতা Log in or register to post comments2 views