সৌরভ ভট্টাচার্য
8 December 2014
মাঝামাঝি কোনো রাস্তা নেই?
সেটা পরে পাবে
আগে তোমায় উপরে উঠতে হবে হাঁশফাঁশ করতে করতে
দম আটকে আসবে, তবু বুক চেপে উঠে দেখে আসতেই হবে স্বর্ণচূড়া,
ছুঁয়ে আসতেই হবে তার শীতল গা।
তারপর নামতে হবে নীচে, আরো নীচে, অনেক নীচে
সারাগায়ে লাগবে পাঁক, নাকে মুখে ঢুকবে কৃমি, বিষাক্ত কীট,
রক্তাক্ত হবে চিন্তা, আশ্রয়, বিশ্রাম
তারপরে সন্ধ্যা গলে গলে মেশা নদীর জলে নেমে স্নান করবে
বনের থেকে তাজা ঠান্ডা বাতাস তোমার সর্বাঙ্গে দেবে আরাম,
পাখির ঘরে ফেরার ডাকে শুনবে বাণী
তুমি আকাশের দিকে দুহাত তুলে অস্ত সূর্য্যের দিকে তাকিয়ে বলবে, আঃ এই আমার পথ
সেই তোমার পথ- মধ্যপথ