Skip to main content

আমরা কেউ কারোর বন্ধু নই
  পাশাপাশি দাঁড়িয়ে আছি
          এই

  একটা মাছি ঘুরে ঘুরে বারবার
      এর ওর আমার নাকে চোখে মুখে বসছে

হাসি চাপতে চাপতে
   কখনও বিরক্তি চাপতে চাপতে
      বা ঝাড়তে ঝাড়তে
            ভাবছি -
কি করে মাছিটাকে মারা যায়

সবাই ভাবছি
কেউ মারছি না

কারণ মারার তোড়জোড় করতে করতেই
      মাছিটা অন্যের গালে বসছে

  আবার আমার হাসি চাপার পালা

Category