সৌরভ ভট্টাচার্য
5 November 2019
আমরা কেউ কারোর বন্ধু নই
পাশাপাশি দাঁড়িয়ে আছি
এই
একটা মাছি ঘুরে ঘুরে বারবার
এর ওর আমার নাকে চোখে মুখে বসছে
হাসি চাপতে চাপতে
কখনও বিরক্তি চাপতে চাপতে
বা ঝাড়তে ঝাড়তে
ভাবছি -
কি করে মাছিটাকে মারা যায়
সবাই ভাবছি
কেউ মারছি না
কারণ মারার তোড়জোড় করতে করতেই
মাছিটা অন্যের গালে বসছে
আবার আমার হাসি চাপার পালা