সৌরভ ভট্টাচার্য
20 February 2022
সেদিন চৈতন্য জেগেছিল বাংলায়
ভেদ ঘুচলো অন্ধকারের
ঈশ্বর কথাও বললেন বাংলায়
নিজের হাতে তৈরি করে বর্ণমালা
রবির উদয় হল বাংলার পুবাকাশে
আলো ছড়ালো দেবলোক থেকে ভূলোক
বিবেক জাগ্রত হল বাংলায়
জয়ডঙ্কা বাজল পুব থেকে পশ্চিমে
সুভাষিত হল বাংলা কুচকাওয়াজের উদ্দীপনায়
ভারত সগর্বে বলল, আমার বীর সন্তান
রূপালী পর্দায় বাংলার গ্রাম থেকে শহর
কথা বলে এলো বাংলায়
বিশ্বের প্রেক্ষাগৃহে
মানিকের আলোয়
তুমি বলো বাংলায় কেন লিখি?
নাড়িছেড়া কান্না থেকে
অন্তিম শ্বাস বন্ধক দেওয়া
যে বর্ণমালার কাছে
সে ঋণ শোধ করছি প্রতি পলে পলে
তুমিও যদি পারো
প্রতিদিন একটা করে
প্রদীপ জ্বেলো বাংলায়
প্রাণের আবেগে
ঋণশোধ হবে না
মায়ের আঁচলের উষ্ণতা বাঁচবে
অমরতায়