সৌরভ ভট্টাচার্য
17 September 2015
একটা গাছ, তার-
শিকড়কে বিশ্বাস করে না
পাতাকে বিশ্বাস করে না
তার চারপাশের-
মাটিকে বিশ্বাস করে না
জলকে বিশ্বাস করে না
বাতাসকে বিশ্বাস করে না
সে আকাশের দিকে তাকিয়ে
দীর্ঘশ্বাস ফেলে
হতাশ্বাস ফেলে
বিষাদের জাল ফেলে
আমায় এ কোথায় আনলে?
আকাশের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে।
আকাশের নীলেই তার স্বপ্ন
দিগন্তরেখাতেই তার মুক্তি
একদিন গাছটা মরল।
পাতা, ডাল, রস - মাটিতে মিশল।
সে উড়ে গেল দূর আকাশে
দিগন্তরেখাকেও গেল ছুঁতে।
আকাশে গিয়ে বলল, ওই সবুজেই আমার সুখ
দিগন্তে গিয়ে বলল, ওই দীঘির জলেই আমার মুক্তি।