সৌরভ ভট্টাচার্য
3 January 2016
হতে পারে তোমার ঘুম আসছে না
হতে পারে তুমি কাজের ফাঁকে ফাঁকে
হচ্ছ অন্যমনস্ক
কোথায় যেন ঘটেছে কিছু ভুল
কার কাছে যেন বাকি আছে ক্ষমা চাওয়া
একবার বাইরে এসো
খোলা আকাশের নীচে দাঁড়াও
একবার নত হও
স্পর্শ করো মাটি দু'হাত বিছিয়ে
সে শীতল স্পর্শ মাথায় ঠেকাও
মাটির বুকেতে রাখো বুক, রাখো মাথা
সব শোকতাপ তার আঁচলেতে ঢেকে রাখা
মাটি সান্ত্বনা দিতে জানে
মাটি ক্ষমা এনে দিতে পারে