মারা গেছে জানেন?
কে?
নাম দিয়ে কি দরকার
বয়েস? লিঙ্গ?
৬৪, মহিলা
রোগ?
রোগ না। ধর্ষিত প্রতিবাদী যোনিতে চারটে লিঙ্গের সাথে নাকি লোহার রড, ভাঙা বোতল, গাছের গুঁড়ি ঢুকে গিয়েছিল।
ওমা কেন?
কিছু মদ্যপের লীলাখেলায় প্রতিবাদ করেছিল। একা মেয়েমানুষ, তায় আবার প্রতিবাদ! আজব না?
চুপ করে আছেন কেন? স্টার জলসায় তো বিজ্ঞাপন এখন। নিউজ চ্যানেলে বিতর্কতে তো বিরাম। খেলাগুলোও তো রিপিট টেলিকাস্ট। জিও তো ফ্রি, পরে অনলাইন হলেও চলবে।
আসলে বিরক্ত করতাম না জানেন, আমার পরিচিত কয়েকটা মেয়ে পড়তে গেছে। ফেরেনি এখনও। রাত সাড়ে আটটা হল।
বোতল, রড, গাছের গুঁড়ি...কিছুরই তো অভাব নেই বলুন, শুধু একটা সুযোগের অপেক্ষা! কি করে বুঝব কোন লিঙ্গের কতটা আক্রোশ, মুখ দেখে কি বোঝা যায় বলুন!
ও দেরি হয়ে যাচ্ছে? সরি,
ছাড়লাম কলম
কুকুর বিড়ালদের যোনিগুলো চোখে পড়ছে
ওতে কোনোদিন মাছের কাঁটা, মাংসের এঁটো হাড় তো দেখিনি কখনও ঢোকাতে! (এটা কিন্তু স্বগতোক্তি)