Skip to main content
পাল তুলেছিলাম পৌঁছাব বলে
পৌঁছালাম কই?
বুঝলাম পৌঁছানোটাই ফাঁকি

মাঝ সমুদ্রে ভেসেছিলাম, শান্ত বলে
এল ঝড়, পর্বতচূড়া সমান হল ঢেউ
প্রাণের সাথে হাত ধরাধরি করে মরণ

বুঝলাম, ওরা চিরকালের সাথী
      আমার 'আমি' তো উপলক্ষ্য মাত্র
যার খেলা, সে জানে
   আর কিছুটা জানে আমার প্রেম


Category