সৌরভ ভট্টাচার্য
1 February 2016
পাল তুলেছিলাম পৌঁছাব বলে
পৌঁছালাম কই?
বুঝলাম পৌঁছানোটাই ফাঁকি
পৌঁছালাম কই?
বুঝলাম পৌঁছানোটাই ফাঁকি
মাঝ সমুদ্রে ভেসেছিলাম, শান্ত বলে
এল ঝড়, পর্বতচূড়া সমান হল ঢেউ
প্রাণের সাথে হাত ধরাধরি করে মরণ
এল ঝড়, পর্বতচূড়া সমান হল ঢেউ
প্রাণের সাথে হাত ধরাধরি করে মরণ
বুঝলাম, ওরা চিরকালের সাথী
আমার 'আমি' তো উপলক্ষ্য মাত্র
যার খেলা, সে জানে
আর কিছুটা জানে আমার প্রেম
আমার 'আমি' তো উপলক্ষ্য মাত্র
যার খেলা, সে জানে
আর কিছুটা জানে আমার প্রেম