Skip to main content

অসম্ভব যন্ত্রণা নিয়ে জন্মালো একটা তারা
    তার জন্মলগ্নেই যেন বিচ্ছেদযন্ত্রণার ব্যথা
সে মহাশূন্যে চোখ মেলে তাকালো
       বুকের থেকে ছিটকে পড়ল বিকিরণ
    খুঁজল তেষ্টা মেটানোর মত প্রেম
আলোতে অন্ধকারে
     রহস্যে সরলতায়
        আলো করল তোলপাড় ত্রিভুবন

পেলো না

     মেঘে ঢাকল আকাশ। ঘন বর্ষার মেঘ।
কোন সুদূর সমুদ্রজাত কন্যা।
     মেঘের হাত ছুঁল তারার শরীর।
          হল বিদ্যুৎস্ফুরণ মেঘের জলভরা বুকে।
       তারার চিত্ত হল শান্ত মেঘের সজল কোমল স্পর্শে। মিটল আজন্ম পিপাসা একটা ক্ষণিক পরশে।

     উদ্বেল হল বাতাস।
         মাদল বাজল মেঘে।

Category