সৌরভ ভট্টাচার্য
1 August 2016
অসম্ভব যন্ত্রণা নিয়ে জন্মালো একটা তারা
তার জন্মলগ্নেই যেন বিচ্ছেদযন্ত্রণার ব্যথা
সে মহাশূন্যে চোখ মেলে তাকালো
বুকের থেকে ছিটকে পড়ল বিকিরণ
খুঁজল তেষ্টা মেটানোর মত প্রেম
আলোতে অন্ধকারে
রহস্যে সরলতায়
আলো করল তোলপাড় ত্রিভুবন
পেলো না
মেঘে ঢাকল আকাশ। ঘন বর্ষার মেঘ।
কোন সুদূর সমুদ্রজাত কন্যা।
মেঘের হাত ছুঁল তারার শরীর।
হল বিদ্যুৎস্ফুরণ মেঘের জলভরা বুকে।
তারার চিত্ত হল শান্ত মেঘের সজল কোমল স্পর্শে। মিটল আজন্ম পিপাসা একটা ক্ষণিক পরশে।
উদ্বেল হল বাতাস।
মাদল বাজল মেঘে।