সৌরভ ভট্টাচার্য
20 December 2015
খামখেয়ালী রোদ এল ছাদের উপর
এসে বললে, সময় আছে?
বললাম, কেন?
সে বলল,
দাঁড়াব একটু। বসতে বললে বসতেও পারি।
আমি খেলছিলাম ছায়ার সাথে একা, লুকোচুরি।
সে কার্ণিশের কোল ঘেঁষে দাঁড়িয়ে,
আমায় ইশারায় বলল -
না, ওকে যেতে বলো এক্ষুণি
রোদকে বললাম, এখন না , এসো পরে।
রোদ তাকালো ছায়ার দিকে
ছায়া চোখ নামিয়ে দাঁড়াল গিয়ে জামগাছটার নীচে
খামখেয়ালী রোদ বলল, কখন আসি তবে?
আবার তাকালাম ছায়ার দিকে
সে এখন তারে শুকানো শাড়ির নীচে দুলছে হাওয়ার সাথে
হাওয়া কি তবে ওর নতুন সাথী? হিংসে হল।
বললাম, রোদ তুমি এসো, এখনি এসো, বসো।
দেখি ছায়া আমার পিছনে, আমার গোড়ালি আছে ছুঁয়ে
কি চাইছে, ক্ষমা?
ছায়া জড়ালো মেঘের মতন, আলতো ছুঁয়ে, অভিমানে।
রোদকে বললাম, আমি আসি, তুমি বোসো।ছায়া গেল সিঁড়ি ঘরের দিকে
আমিও নামলাম, রোদকে রেখে পিছনে
ছায়াকে ছুঁয়ে ছুঁয়ে