Skip to main content
লোকটা পুকুর ঘাটে নাইতে যেতে পারত না, তার মনে কেমন যেন ভয়
জলে কেন তার মুখের ছায়া পড়ে? নিজের চোখে চোখ রাখতে হয়!