Skip to main content
 
ভারতীয় রেলের, প্লেনের লোগো আছে। দেশ বিদেশের সব বিখ্যাত, কম খ্যাত, অখ্যাত কোম্পানীর লোগো আছে। আগে কুইজে লোগো দেখিয়ে প্রশ্ন করত - বলো তো খোকা এটা কিসের লোগো? 
 
        সব খেলাগুলোরও আছে। নামী নামী ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস ইত্যাদি খেলার রোজকার ফলাফল যখন কাগজে বেরোয় তখন বাঁদিকে উপরে ছোট্ট করে একটা লোগো আঁকা থাকে। দেখেই বোঝা যায় কোন টুর্নামেন্টের কথা লিখছে। 
        ইদানিং বেশ কিছু বছরই বোধহয় হল, সব পেপারের নিজস্ব ধর্ষণের লোগো আছে। বাচ্চা ধর্ষিত হলে একরকম লোগো, প্রাপ্ত বয়স্ক ধর্ষিত হলে অন্য লোগো। আপনি পেপারটা খুলে ওই অংশটাতে চোখ রাখলেই বুঝতে পারবেন লোগো দেখে। তারপর সময় করে পড়ে নিলেন। 
        তার মানে কি এটা এক বিশেষ ক্যাটাগরির নিউজ? নাকি বিশেষ ব্র্যান্ডের?