Skip to main content

ইচ্ছাগুলোর গলা টিপে
      তাদের তাজা উষ্ণ রক্ত দিয়ে
   বানাতে গিয়েছিলে নিজের স্মৃতিসৌধ

ভেবেছিলে বিশ্ববাসী প্রদীপ হাতে
  প্রতিদিন আনবে শ্রদ্ধার অর্ঘ্য

এত লোভ তোমার?!
ক্ষুধার্ত কুকুরের মত তাকিয়ে থাকো রাস্তার দিকে
    কারোর একটা প্রদীপের জন্য
 লেজও নাড়ো মনে মনে
    যদিও বাইরে হটপটের মতই ঠাণ্ডা তুমি
   ভিতরে ফুটছে জ্বলন্ত অহঙ্কারের ক্ষুধা

খুব কি দরকার ছিল এসবের?
না হয় জন্মাতো নিষ্পাপ ইচ্ছাগুলো
তারা স্মৃতিসৌধ বানাত না জানি
       তবু বাগানে ফুটে থাকত -
   জুঁই, টগর, নয়নতারা, দোপাটি, বেলি হয়ে
আরাম পেতে। সার্থক হত তোমার একমাত্র আবাস -
      বহুকোটি তপস্যাজাত প্রকৃতির শ্রেষ্ঠ উপহার -
                         তোমার হৃদয়

একটা নিষ্পাপ ইচ্ছা - প্রকৃতির দিনিলিপির একটা নতুন পাতা
   তুমি শুধু আত্মদ্রোহী নও
        তুমি বিশ্বদ্রোহী
   তোমার জন্যে থাকুক
      মানুষের বানানো মর্যাদার
মানুষের শ্রেষ্ঠ অপমান -
    শূন্যতার অভিনন্দন

 শেষে এখানেই থেমে গেলে?!

Category