Skip to main content
আমি না, আমার লোভ তোকে কে পর করেছে।
তাকে সরালে এখোনো আমি তোকে স্পষ্ট দেখি।
আমি না, আমার হিংসা তোকে ভয়ংকর করেছে।
তাকে সরালে আমি এখোনো তোকে স্পষ্ট বুঝি,না এড়িয়ে।
আমার অহংকারের পালে ভর করে অনেকটা এসে বুঝলাম,
যাই নি কোথাও। শুধু চলেছি।
এখন বসেছি সারা শরীরে ধূলো কাদা মেখে রাস্তার ধারে।
সন্ধ্যায় পাখির নীড়ে ফেরার মত আমিও ফিরেছি আমার কাছে, 
বুকের মাঝখানে।
এখন আমি পবিত্র দেবালয়ের মত।
দেবাতার আসনে না।
 
ভক্তের পায়ের ধুলোয়।

Category