সৌরভ ভট্টাচার্য
13 February 2020
গুরু আপন মনে বিড়বিড় করছেন।
ভক্তেরা বলছেন, ইহারে কয়, ডিভাইন ডিলেরিয়াম।
গুরু হঠাৎ করে উঠে দাঁড়িয়ে উলঙ্গ হয়ে নৃত্য শুরু করলেন।
ভক্তেরা বলছেন, ইহারে কয়, ডিভাইন সেল্ফ এক্সিহিবিশন।
গুরু এক রমণীকে আকর্ষণ করলেন।
ভক্তেরা বললেন, ইহা ডিভাইন লিবিডাইজেশান।
গুরুর রতিক্রিয়া সমাধা হল।
ভক্তেরা বললেন, ইহা হল, ডিভাইন ইমপ্ল্যান্টেশান।
গুরু ধ্যানমগ্ন হলেন।
ভক্তেরা বললেন, ইহা হল, ডিভাইন উইথড্রয়েশান।
মেয়েটা কোর্টে কেস করল।
ভক্তেরা বললেন, এটি হল গিয়ে, স্কেপটিক মোটিভেশান।
কোর্টে কেস তুলে নেওয়ার হুমকি এল।
ভক্তেরা বললেন, এটি হল, ডিভাইন র্যাথ ইমপ্লিমেন্টেশন।
মেয়েটির বাবা খুন হল, মেয়েটি আক্রান্ত হল।
ভক্তেরা বলল, দিস ইজ ইউপিনাইজেশান, রেসকিয়ুইং ডিভাইন অথোরাটাইজেশান।