Skip to main content

 
 

ল্যাং খেয়েছেন, হোঁচট খেয়েছেন বা খাবেন খাবেন করছেন এমন বেশ কিছু মানুষের সাথে কথা বলতে গিয়ে তাঁদের নানান উপলব্ধ উপদেশ শুনেছি। তার মোক্ষম কয়েকটা দিয়ে পঞ্চবাণী বানালাম। কে জানে কার কাজে লেগে যায়-

১) ফোনে যে ভাবেই খুশী মেসেজ করো, নিজের হাতের বুড়ো আঙুল-এর খেয়াল রেখো। ফোনের ব্যালেন্স বড় ভিলেন। সে হতচ্ছাড়া হৃদয়ের থেকে মানিব্যাগের ভাষা বোঝে বেশি। তাই মনের কিছুটা অংশ মানিব্যাগের দিকে রাখা বাঞ্ছনীয়।

২) নিজের দুঃখ, ব্যাথা, সুখ, আনন্দ সব কিছুই শেয়ার করো, ATM এর PIN, Mail আর Facebook এর Password ছাড়া। পরে টাল সামলাতে নাও পারো।

৩) নিজেকে এত ভালবেসো না যে, অপরপক্ষের মতামত গুরুত্বহীন লাগে। আবার কাউকে এত ভালবেসো না যে তোমার লাইফের রিমোট কন্ট্রোলটা তার হাতে চলে যায়। জীবনটা হ্যাং হয়ে যেতে পারে।'নিরাপদ দূরত্ব বজায় রাখুন।'

৪) প্রেমের একটা আহ্নিক গতি, আর একটা বার্ষিক গতি আছে। আহ্নিক গতিটা তোমাদের দু'জনকে নিয়ে। আর বার্ষিক গতিটা দু'জনের পরিবার নিয়ে। দুটোকেই ব্যালেন্স রাখতে হবে, সুস্থ স্বাভাবিক রাখতে হবে।

৫) দেব না জিৎ, পাহাড় না সমুদ্র, রবীন্দ্রসংগীত না পপ ইত্যাদির পার্থক্য হতেই পারে। নো প্রবলেম।

কিন্তু 'বাবা-মা সাথে না আলাদা', 'আগে ক্যারিয়ার না আগে সম্পর্ক' - এসব খুব সিরিয়াস ইস্যু। আগেরটা রুচির পার্থক্য পরেরটা ভ্যালুর পার্থক্য। প্রথমটায় কম্প্রোমাইজ চলে, পরেরটায় অ্যডজাস্টমেন্ট। সাবধান!