সৌরভ ভট্টাচার্য
7 December 2015
এ চৌকাঠ আমার লক্ষণরেখা
আমার শৈশব, আমার কৈশোরকে রাখবে আড়াল
আমি জানি বাইরে সব হাত আদর করে না আজ
সব চোখে স্নেহ নেই, আশীর্বাদ নেই সব মনে আজ
বাইরেটা আজ কেন ভাঙা খেলার মত বাজে?
আমার হাঁটা চলা কেন দুদিক খেয়াল রেখে?
মায়ের চোখে এত কেন ভয় একটু দেরি হলে?
জানি না।
এ বাজে খেলাটা কবে শেষ হবে?
এ ঘরবন্দী থাকা কবে ফুরোবে?
তা যদি না হয় দেখো-
কালো হয়ে যাবে যেখানে যা কিছু আলো।
(শ্রদ্ধেয় Samiran দার আরেকটি অসামান্য ছবি। যা বর্তমান সময়ের অন্ধকার একটা দিককে খুব সংবেদনশীল ভাবে প্রকাশ করে।)