সৌরভ ভট্টাচার্য
31 August 2015
কিছুটা সময় পাশে থাকো অনর্থক,
বাইরে না হয় ঝরুক বর্ষা, লাগাম ছাড়া।
কিছুটা সময় আঙুলের সাথে আঙুল গড়ুক সোপান ,
বাইরে না হয় বাজ পড়ুক,
তছনছ হোক সাজিয়ে রাখা বাগান।
কিছুটা সময় ডুবিয়ে দাও,
ঠোঁটের নির্বাক বিন্যাস ঠোঁট আঁকুক
বাইরে না হয় বন্যা নামুক
মাঠ ঘাট সব ভাসুক।
তারপর যেও চলে,
আমার থেকে একটু সরে দেখব আমি
আমায়
কিছু দাগ থাকল নাকি কোথাও-
শরীর-মন-আত্মায়।
বাইরে না হয় বৃষ্টি থামুক,
ভিজে বাতাস, কান্না ভেজা কাঙাল হয়ে ঘুরুক অন্ধকারে,
কিছুটা সুখ বিঁধে থাকুক
অন্যায় আবদারে।