Skip to main content

যেমন লোভের একটা চেষ্টা আছে, সেরকম চেষ্টারও একটা লোভ আছে। এই দুই এর মধ্যে সীমারেখা টানা মুশকিল। 

লোভের চেষ্টা সাধ্যের সীমা মানে না, যোগ্যতা বিচার করে না, প্রয়োজনের ধার ধারে না। বলে, "দেখিই না কি হয়"। আরো বেশি জমাতে চাওয়া, আরো সুখী হতে চাওয়ার জোরটাই বেশি তার। তবে সার কথা হল, এর একটা Object আছে। 

অপরদিকে, চেষ্টার লোভ অনেকটা নেশার মত। সে যে বিশেষ কিছু পেতে চায়, জমাতে চায় - সেরকম কিছু না। সে শুধু ছুটতে চায়। আরো আরো ব্যস্ত রাখতে চায় নিজেকে। কেউ যদি জিজ্ঞাসা করল, "কি হে, কি করা হচ্ছে?" সে অমনি বলবে, "এই তো অমুক কাজটা নিয়ে ব্যস্ত হে। শ্বাস ফেলারও সময় নেই"। এই রকম নিজেকে সর্বক্ষণ ব্যস্ত প্রমাণ করতে পারলে, বা নিজের সামনে নিজের এই রূপটা ধরে রাখতে পারলেই, সে নিজেকে সার্থক ভাবে। না তো বিমর্ষ হয়ে পড়বে। তার কাছে এই রেসের ঘোড়ার মত দৌড়িয়ে যাওয়াটাই Self-esteem এর চূড়ান্ত প্রকাশ। যে দৌড়ায় না, তাকে সে করুণার চোখে দেখে, এমনকি নিজে না দৌড়াতে পারলেও। 
এই হল চেষ্টার লোভ। 
 
এই দুটিকে যদি সামলে সুমলে, আর না হোক নজরে রাখা যায়, তবে দুদণ্ড শান্তিতে বসতে পারা যায়। ভিতর থেকে কেউ খুঁচিয়ে ব্যতিব্যস্ত করে মারে না। সক্রেটিস খুড়ো একটা জম্পেশ কথা বলতেন, "অতিব্যস্ত জীবনের অনূর্বর শুষ্কতা থেকে সাবধান ভায়া!"