Skip to main content

সন্ধ্যেবেলা স্টেশানে দাঁড়িয়ে
প্ল্যাটফর্মের শেষে লাল সিগন্যালটা
                       একলা দাঁড়িয়ে
পিছনে একরাশ অন্ধকার নিয়ে

আমিও দাঁড়িয়ে ওর মুখোমুখি
কিছুটা সংশয় আর কিছুটা উদ্বিগ্নতা নিয়ে
                                      একলাই
সামনেটা বড্ড অন্ধকার!

Category