Skip to main content
 
 
      সংস্কৃতি আর কুসংস্কারের মধ্যে একটা পার্থক্য আছে। পিঠে পার্বণে পিঠে খাওয়া সংস্কৃতি হতে পারে, কিন্তু কাঠের উনুনে রেঁধে কলাপাতাতেই খেতে হবে এটা কুসংস্কার।
      মুশকিল হল যা কিছু কুসংস্কার ঐতিহ্য আর সংস্কৃতির নামে চালাতে চালাতে আমরা এমন অভ্যস্ত হয়ে পড়েছি, আর নানা শাস্ত্রের বিধান, পৌরাণিক গল্প ইত্যাদির এত হাজার হাজার জোগান আমাদের যে সোজা কথাটা সোজা ভাবে বোঝে কার সাধ্যি। সবই নাকি আমাদের সংস্কার, সংস্কৃতি আর ঐতিহ্য। জ্ঞানের চর্চা থাকুক, তার প্রয়োগ না হলেই হল, সেখানে যে কুসংস্কারের একাধিপত্য।