সৌরভ ভট্টাচার্য
6 April 2018
আবর্জনা সরানো নিয়ে সংশয় ছিল
আবর্জনা চাপা উর্বর জমি ছিল
জমির নীচে ফল্গুপ্রবাহ ছিল
ফল্গু প্রবাহের নীচে উত্তপ্ত লাভা ছিল
লাভা চাপা যা ছিল, সে হৃদয়
আবর্জনা চাপা উর্বর জমি ছিল
জমির নীচে ফল্গুপ্রবাহ ছিল
ফল্গু প্রবাহের নীচে উত্তপ্ত লাভা ছিল
লাভা চাপা যা ছিল, সে হৃদয়
কবার ভীষণ বৃষ্টি হল
জঙ্গলের পর জঙ্গল
মেঘের চাদরে ঢাকা থাকল কয়েক শতক
জঙ্গলের পর জঙ্গল
মেঘের চাদরে ঢাকা থাকল কয়েক শতক
আবর্জনারা ভেসে গেল
জমিতে একটা অঙ্কুর হল
তার শিকড় ছুঁল ফল্গুধারা
ফল্গুধারা উষ্ণ হল তপ্ত লাভায়
তপ্ত লাভা হৃদয় পুড়িয়ে বানালো
ভালোবাসা
জমিতে একটা অঙ্কুর হল
তার শিকড় ছুঁল ফল্গুধারা
ফল্গুধারা উষ্ণ হল তপ্ত লাভায়
তপ্ত লাভা হৃদয় পুড়িয়ে বানালো
ভালোবাসা
গাছটায় একটা কুঁড়ি এলো