sumanasya
19 December 2025
কুকুরটা রাতবিরেতে ডেকে উঠলেই জুটত মার। প্রথমে এ ও সে এসে মারত। তারপর সবাই মিলে একটা কমিটি গঠন করল। এক একদিন এক একজনের মারার দায়িত্ব পড়ল। কুকুর মানুষ না হলেও প্রাণী তো, একদিন ডাকা বন্ধ করে দিল সত্যিই। গৃহস্থেরা নিশ্চিন্তে ঘুমাতে শুরু করল। এমনকি রাতে যেদিন সেই ভীষণ ডাকাতিটা হল সেদিনও সে ডাকল না। গৃহস্থেরা তাকে সেদিন এমন মারল, "অকৃতজ্ঞ, কুকুরজাতের কলঙ্ক" এসব বলে যে সে মরেই গেল। কেন মরল বুঝল না যদিও। বুঝবে কী করে, কুকুর তো, মানুষ তো আর নয়!.