সৌরভ ভট্টাচার্য
6 April 2017
আমার প্রতিদিনের অন্নের ধান যে বুনে দেয়
তার ধর্ম কি জানি না
আমার প্রতিদিন পরা পোশাক যে বুনে পাঠায়
তার ধর্ম কি জানি না
যে রাস্তায় হাঁটি, সে যার মাথার ঘাম পায়ে ফেলে বানানো
তার কি ধর্ম বিশ্বাস জানি না
যে বাতাসে শ্বাস নিই
সে বাতাসে প্রাণবায়ু আনে যে গাছ
জানি না সে কার পোঁতা
সে জগতস্রষ্টাকে কি নামে ডাকে?
এসব ভাবিনি কোনোদিন, শুধু কৃতজ্ঞ থেকেছি
মাথা নীচু করে মাটিতে পা দেওয়ার আগে ভেবেছি,
এতো কিছু পাওয়ার যোগ্য ছিলাম কি?