সৌরভ ভট্টাচার্য
11 October 2018
সবুজ সবুজ সবুজ
যেখানে গিয়ে সবুজ থামল
সেখানে জাল
সেই জালেতে আটকে আছে কয়টা শালিক?
তিনটে শালিক তিনটে শালিক তিনটে শালিক
সবুজ সবুজ সবুজ
যেখানে গিয়ে নীলে মিশল
সেখানো ধোঁয়া
সেই ধোঁয়াতে মুখ লুকালো কয়টা মোরগ?
তিনটে মোরগ তিনটে মোরগ তিনটে মোরগ
সবুজ সবুজ সবুজ
যেখানে গিয়ে গেরুয়া হল
সেখানে শিকল
সেই শিকলে বাঁধা পড়ল কয়টা কলম?
গুনতে পারি না
ঢোকা বারণ ঢোকা বারণ ঢোকা বারণ