সৌরভ ভট্টাচার্য
24 July 2015
জোকস পড়ে যতই হাসি পাক না কেন, ছোটোবেলার বন্ধুদের সাথে- সেই অকারণে, অসময়ে, ভুলভাল জায়গায় (তা স্কুলের প্রার্থনার লাইনই হোক, কি খুব কড়া স্যারের ক্লাসই) হাসতে হাসতে, তার চেয়েও বেশি, হাসি চাপতে চাপতে চোখের জলে, নাকের জলে হওয়ার অনুভূতিটার খুব অভাব বোধ করি।
ওরকম হাসি আর পায় না কেন? সে রকমভাবে বকার, শাসন করার লোক আর নেই বলে?... যারা আর বকবে না ভাবলে চোখে জল আসে, যারা আর মারবে না ভাবলে নিজেকে হতভাগা লাগে..তারা হারিয়েছে বলে? নাকি বুড়ো হয়েছি বলে?
আমার চারিদিকটাতে কি শুধুই নিটোল বুদ্ধির বেড়া? না তো!
কিন্তু সেইটাই তো বুড়ো হওয়ার অভিশাপ। সব খেলায়, খেলা ছেড়ে নিয়ম খুঁজি। প্রয়োজন আর যুক্তির দাসত্ব থেকে ছুটি মঞ্জুর হয় কই?
সত্যিই কি জীবন নিজে এত যৌক্তিক? না সময়ের সমুদ্রে ক্ষুদ্র এক বুদবুদ - কারোর অকারণ খেয়ালে তৈরী সে?