Skip to main content

'ভাল কথা বলো।'
'মিথ্যা কথা বোলো না।'
তাই হয়! তা হলে তো আজকে শুক্রবার, কাল শনিবার, এটা গরমকাল, ওটা শীতকাল- এর বেশি বাক্য বলা দায় হবে। মিষ্টি সত্যি কথা দিনে দশটা খুঁজতেই নাভিশ্বাস উঠে যায়, তায় সারাদিন, সারাজীবন! বাস রে! তার চেয়ে বলুন না 'বোবার শত্রু নেই', চুপ করেই থাকি। শত্রু নেই আবার! গতবারের ওঁনাকে নিয়ে লোকে কি ঠাট্টাটাই না করলে! বুঝলেন না? আহা ওই যে আমাদের গত প্রধানযন্ত্রী থুড়ি প্রধানমন্ত্রী গো, তাঁর কথাই বলছি।
এই দেখলেন, কার‍ মনে আবার ফস করে কষ্ট দিয়ে ফেললাম। মাফ করবেন। আর বলব না।
কথা হচ্ছে এমন 'সুমিষ্ট সত্য' কথা কওয়ার উপায় কি? মিথ্যা বললে নারায়ণ চটেন, সত্যি বলে নর চটেন। যাই তো যাই কোথায়! আমার বন্ধুর বাড়িতে কাজ করতে আসতেন বয়স্ক একজন মহিলা। বিধবা। একখানাও প্রায় দাঁত নেই। রোগা, হাড় বেরোনো শরীরটাতে একটা জিনিস ছিল দেখার মত। ওঁনার হাসি। দুকান চওড়া হাসি। তিনি মাঝে মাঝেই একগাল হেসে বলতেন, "কোথায় zaবা (যাবা)"! সব সমস্যার শেষ, যে আরেকটা সমস্যা দিয়ে শুরু হয়, সেটা উনি হাড়ে হাড়ে উপলব্ধি করে ফেলেছিলেন। তাই সারাটা জীবনের উপলব্ধির সার, এই একটা বাক্যেই টেনে ফেলেছিলেন, "কোথায় zaবা"!
সন্ধ্যেবেলা টিভি চ্যানেলগুলো দেখুন। প্রতিটা বিজ্ঞাপনে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা। শ্যাম্পুতে এত ভিটামিন যে ডাক্তারেরা যে কোনোদিন দুবেলা দুচামচ করে শ্যাম্পু খেতে পরামর্শ দিতে পারেন। চুল, ত্বক, দাঁত নিয়ে যে এত সমস্যা হতে পারে তা টিভি না দেখলে সত্যিই জানতে পারতাম না। তারপর তো গাড়ি, লোন, মোবাইল, সাপুড়ের তেল, ইত্যাদি আছেই। কথা হল, কেউ খারাপ কথা বলেন না। সব্বাই কি ভালো ভালো কথা বলেন।
যেই না সিরিয়াল শুরু হল! কান পাতা দায়! স্বয়ং ব্যাসদেব, হোমার পর্য্যন্ত খাবি খেতেন এত চরিত্র আর এত জটিল আবর্তে ঘুরে ঘুরে।
কিন্তু ব্যাপারটা হল, আমি তো সেলসম্যান নই যে এত মিষ্টি কথা বানাবো। আর সিরিয়ালের চরিত্রও নই যে গরম গরম কথা বলে, একে ওকে চটিয়ে শুটিং শেষে পকেট ভরে বাড়ি যাব। শ্যাম রাখি না কূল রাখি!
উপায় কটা আছে অবিশ্যি, সদুপায় না যদিও, তবু চলনসই।
১) বেশি বলান, কম বলুন।
২) মত প্রকাশের দরকার নেই। 'সেই তো', 'তা তো বটেই', 'হুম', 'বেশ' ইত্যাদি শব্দের ব্যবহার বেশি করে করুন। এগুলো কিছুটা নিরাপদ শব্দ।
৩) দেখেছি ইংরাজী শব্দে লোকে কম চটে। গালাগাল করলেও সম্মানিত বোধ করেন। তাই যত পারেন ইংরাজী শব্দ ব্যবহার করুন।
৪) সব শেষে খুব গুরুত্বপূর্ণ কথা। ইয়ে পেলেই যেমন যেখানে সেখানে ইয়ে করতে নেই, তেমন রাগ পেলেই যেখানে সেখানে রেগে ফেলবেন না। ছড়িয়ে যাবে। চেপে রাখুন, যেমন ইয়ে চেপে রাখেন। তারপর বেগটা আয়ত্তে এলে বার করুন। দেখুন বাসন কোসন কম ভাঙবে। টাইফুনের জায়গায় হয়তো, ছোট্ট করে একটা কালবৈশাখির উপর দিয়েই চলে গেল।
তবে সব শেষ মাথায় রাখা ভাল, কথা বললিও বিপদ, না বললিও বিপদ...'কোথায় zaবা'!
(বি.দ্র. উপরের সবকটি নিয়মের ক্ষেত্রেই শর্তাবলী প্রযোজ্য)