সৌরভ ভট্টাচার্য
11 April 2018
কথাটা তো খুব সোজা, একজন মানুষ ধার্মিক হয়েও হাড়বজ্জাৎ-ঠগ-ধর্ষক-খুনী হতে পারে। কিন্তু একটা সৎ মানুষ ধার্মিক নাও হতে পারে। কিন্তু দ্বিতীয়টা নিয়ে মুশকিল হল দল পাকানো যায় না।
একটা বাচ্চা মেয়েকে পাথর ছুঁড়ে মারার আগে ধর্ষিত হতে হয়। একজন বাবাকে বিচারের আগে মরতে হয়। একটা শিক্ষিত দেশে পিএইচডি করা পিওনের চাকরির দরখাস্ত করে। আরো এমন অনেক কিছু হয় যার কোনো ব্যাখ্যা সাধারণ মানুষের না থাকলেও কিচ্ছুতে কিছু আসে যায় না ভাণ করে দিন কাটাতে পারে। সকাল থেকে রাত জীবিকা-ভবিষ্যত-আমোদ-প্রমোদের উদ্যোগের ঘাটতি হয় না। না হওয়ারই কথা। এটাই স্বাভাবিক রীতি। কারণ আমাদের রক্তে পাশ্চাত্য-বিজ্ঞান নির্ভর স্বাচ্ছন্দ্য আর হরেক-মালের মত অবতার-গুরু-দৈব নির্ভর যুক্তিপরায়ণতা। কোনো উর্দুকবি বলেছিলেন, "এই মুক-বধিরের জগতে শুনেছি জলসাও নাকি হয়, কারা শোনে আর কারাই বা হাততালি দেয়?"