Skip to main content
দম্ভ প্রকাশের। গর্ব অনুভবের। এই দুইয়ের মধ্যে কিঞ্চিৎ ফাঁকা স্থান আছে। পাহাড়ী রাস্তার মত সরু। সে রাস্তা কতদূর গেছে জানি না, আর গন্তব্য নিয়ে যখন মাথাব্যাথা নেই তখন অনায়াসে সে পথকেই ভালোবেসে ফেলা যায়। কোথাও পৌঁছানোর কি দরকার?