সৌরভ ভট্টাচার্য
23 May 2015
নুনের কৌটোয় জল
চিনির কৌটোয় পিঁপড়ে
চালের কৌটোয় পোকা
পাশাপাশি বসে গল্পাচ্ছে।
নুন বলল, কি জল!
চিনি বলল, কি পিঁপড়ে!
চাল বলল, কি পোকা!
নুন চিনিকে বলল, চালের পোকায় কি গন্ধ!
চাল নুনকে বলল, চিনির পিঁপড়েরা কি চেঁচায়!
চিনি চালকে বলল, নুনের জল কি নোনতা!
নুন বলল, তোর পোকা!
চিনি বলল, তোর জল!
চাল বলল, তোর পিঁপড়ে!
এভাবেই চলে
গল্প
পরচর্চা
গালাগালি
ঠিক যেমন এই রান্নাঘরের সেন দিদির সাথে
পাশের বাড়ির দাস আর ঘোষ গিন্নীর কথা-কলি।
(ছবিঃ সুমন দাস)