Skip to main content
 
হরমোন বেগ। নির্ভরতা। উষ্ণতা। আলিঙ্গন। দূরত্ব কাতরতা।
 
     ভালোবাসা তুমি কোথায়?
 
মাঝরাতে কয়েকটা ঘুমন্ত কুকুর আর না-যাত্রী ভিখারি নিয়ে ফাঁকা প্ল্যাটফর্ম
লাইনের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা লাল সিগন্যাল
 
     ভালোবাসা জেগে আছো?
 
খড়খড় করে পাশের বটগাছটার সবকটা পাতা নাড়িয়ে গেল দক্ষিণের বাতাস
মাথার উপর যুগান্ত সাক্ষী পূর্ণিমার চাঁদ
 
     ভালোবাসা কথা বলবে না?
 

Category