Skip to main content

 সবাইকে জিজ্ঞাসা করি

         কথাচ্ছলে, অপ্রাসঙ্গিকভাবে

    তোমায় চেনে কিনা

কিম্বা আলগোছেও শুনেছে নাকি তোমার নাম

        অথবা তোমার পাড়ার কথা

কথা বলার প্রসঙ্গ আমারও তো কিছু চাই