সৌরভ ভট্টাচার্য
17 July 2019
মানুষটা অবশেষে সফল হল
সব ব্যর্থ মানুষদের দেখল, যেন পোকার মত বেচারা।
মুখে বলল, তোমারও হবে, এ আর এমন কি!
সব ব্যর্থ মানুষদের দেখল, যেন পোকার মত বেচারা।
মুখে বলল, তোমারও হবে, এ আর এমন কি!
যারা গুরুত্ব না দিয়ে এড়িয়ে গেল,
সেই সব মানুষদের দেখল, হিংসুটে, উদ্ধত।
মুখে বলল, একটু আশীর্বাদ করবেন।
সেই সব মানুষদের দেখল, হিংসুটে, উদ্ধত।
মুখে বলল, একটু আশীর্বাদ করবেন।
তারপর একা একা ভেসে ভেসে উড়ে উড়ে
মেঘ ছুঁয়ে, তারা ছুঁয়ে, বেড়িয়ে বেড়িয়ে
নিজেকে দেখল, নক্ষত্র।
মুখে বলল, সবই ঈশ্বরের করুণা
মেঘ ছুঁয়ে, তারা ছুঁয়ে, বেড়িয়ে বেড়িয়ে
নিজেকে দেখল, নক্ষত্র।
মুখে বলল, সবই ঈশ্বরের করুণা
ঈশ্বর তখন এক বুক নোংরায় নেমে
পাঁক পরিষ্কার করছিলেন
পাঁক পরিষ্কার করছিলেন
হঠাৎ একটা হেঁচকি তুলে বললেন,
কোনো মানুষ হয়ত কুয়াশা হল
কোনো মানুষ হয়ত কুয়াশা হল