সৌরভ ভট্টাচার্য
18 August 2018
আসলে তো একটাও কবিতা পুরো লেখা হয়নি আজ অবধি
একটা স্লেট হাতে
জঙ্গলে, গাছের ডালে, গুহায় যে মানুষটা নগ্ন হয়ে
বা কখনও ছাল-বাকলা গায়ে
ঘুরে ঘুরে বেড়াত
যে আকাশ, নদী, সমুদ্র, গাছ, ফুল, পশুপাখি, মেঘ, বিদ্যুৎ
দুঃখ, আনন্দ, ভালোবাসা, বিষাদের কথা লিখে রাখতে চাইত ছন্দে
তার লেখা ফুরালো কই?
এখনও শীততাপ নিয়ন্ত্রিত ঘরে,
কিম্বা অট্টালিকার পাশের ঝুপড়িতে
ভাতের ফ্যান গালতে গালতে
কবিতার খাতা টেনে নিচ্ছে তো
বাকি লাইনগুলো পূরণ করবে বলে,
পারছে কই?
কোনো কবিতাই পুরো লেখা হয়নি আজ অবধি
হবেও না হয়ত কোনোদিন,
কিম্বা হয়ত হয়ে যাবে সেইদিন
যেদিন সব মানুষ কবিতার মত স্নিগ্ধ হয়ে উঠবে
অলীক অসম্ভব ইউটোপিয়ান?
তাই তো এ স্বপ্নের দায় কবিতারই!