sumanasya
19 September 2024
কোনো জটিলতার মধ্যে যেও না
জীবন কোনো জটিলতার কাছে ঋণী নয়
কয়েকটা সরল সত্যের কাছে ঋণী
সে ঋণও শোধ হয়ে যায়
যদি বাঁচার অভিনয় না করে
সত্যি সত্যি বাঁচা যায়
জীবন কোনো সুখের কারবারির কাছে বন্ধক দেওয়া তো নেই
যে নিত্যনতুন সুখ বানিয়ে তার কাছারিতে সুদ জমা দিতে হয়
জীবন ঋণী তার কাছে
যার কাছে ঋণী থাকার ঋণে
নত সে প্রতিটা শ্বাসে, প্রতি লহমায়
আভূমিনত নমস্কারে
(Samiran দার তোলা এ ছবিটা। প্রণাম জানবেন দাদা। না জানিয়ে নিলাম।)