Skip to main content

011.jpg

 

কোনো জটিলতার মধ্যে যেও না

জীবন কোনো জটিলতার কাছে ঋণী নয়

কয়েকটা সরল সত্যের কাছে ঋণী

সে ঋণও শোধ হয়ে যায়

যদি বাঁচার অভিনয় না করে

         সত্যি সত্যি বাঁচা যায়

 

জীবন কোনো সুখের কারবারির কাছে বন্ধক দেওয়া তো নেই

যে নিত্যনতুন সুখ বানিয়ে তার কাছারিতে সুদ জমা দিতে হয়

 

জীবন ঋণী তার কাছে

  যার কাছে ঋণী থাকার ঋণে

           নত সে প্রতিটা শ্বাসে, প্রতি লহমায়

 

                আভূমিনত নমস্কারে

 

(Samiran দার তোলা এ ছবিটা। প্রণাম জানবেন দাদা। না জানিয়ে নিলাম।)

Category