Skip to main content

তবু মনে হয় যেন পরবাসে আছি
     নিজের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আমি
 তোমার হাতটা নাগালে পাওয়ার ইচ্ছা 
                    (লোভও বলতে পারো) 
   আরেকটু এগোলেই ছোঁয়া যায় -
       কিন্তু আরেকটু এগোলে দাঁড়াব কোথায়? 
   আমার আমি'র শেষ সীমানা ছাড়িয়েছি কবে-
      এখন দাঁড়িয়ে আমার উপচ্ছায়ায় শেষ পরিখায়

তুমি আরেকটু এগোতে পারতে হয়তো, 
  বলতে পারলাম না
       জানি নাতো! -
    তুমি তোমার উপচ্ছায়া ছাড়িয়েছো কি?

এখন সন্ধ্যে প্রায়
   একদিকে পাতা ঝরার শব্দ ঝরাপাতার স্তূপে
   অন্যদিকে বসন্তের পূর্ণিমার চাঁদ উঠছে দিগন্ত ছুঁয়ে

    আমাদের হাতের মধ্যে দূরত্বটা কত? 
উত্তাল আকাঙ্ক্ষায় ভরা হৃদয়ে জোয়ার এখন
    ডুবন্ত সূর্যের কথা না ভুললেও
           স্নাত সারা শরীরে আমার
                    জ্যোৎস্নার প্রতিফলন

Category