সৌরভ ভট্টাচার্য
4 February 2019
1) শনিবার, বেলা দুটো। কলকাতা বইমেলা। মায়ের হাত ধরে একটা নীল জামা পরা বাচ্চা তিন নম্বর গেট দিয়ে ঢুকল। কিছু দূর এগিয়েই, বাচ্চাটা রোদে ভুরু কুঁচকে, মাথাটা উপরে তুলে জিজ্ঞাসা করল, মা আমরা কি মেলায় এসে গেছি?
মা বললেন, হ্যাঁ তো। ( কানে ফোন, কাউকে কোনো স্টলে আসার ডিরেকশন দিচ্ছেন।)
বাচ্চাটা চারদিক তাকিয়ে বলল, তবে নাগরদোলা কই?
কথাটা মাইকের তুমুল আওয়াজ, লোকেদের হইহুল্লোড়, মায়ের বারবার লাইন কেটে যাওয়ায় বিরক্তি...এ সবের উৎপাতে বাচ্চাটার প্রশ্নটাই হারিয়ে গেল। সে মায়ের হ্যাঁচকা টানে তার পায়ের চাইতে জোরের সাথে দৌড়াতে দৌড়াতে নাগরদোলা খুঁজতে খুঁজতে মিলিয়ে গেল।
2) একজন ভদ্রলোক খুব উৎসাহের সাথে স্টলে ঢুকেই জিজ্ঞাসা করলেন, আচ্ছা ম্যাক্সিম গোর্কির মা আছে?
রসিক স্টলাধিপতি বললেন, না দাদা, বহুকাল আগেই মারা গেছেন।