Skip to main content
কোফি আন্নান

        এই মানুষটাও চলে গেলেন। খুব ক্ষুদ্র একটা জায়গা থেকে পথ চলা শুরু করে UN এর সর্বোচ্চ পদ, বিশাল গল্প। একবার ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গী নিয়ে। উনি একটা গল্প বলেন। আমার স্কুল জীবনে পেপারে পড়েছিলাম। গল্পটা এরকম - 

        স্কুলের প্রথম ক্লাস। হেডমাষ্টার এসেছেন ক্লাস নিতে। সামনের বেঞ্চের ছেলেটার থেকে একটা সাদা পাতা চাইলেন। ছেলেটার দেওয়া পাতাটা নিয়ে পাতাটার ঠিক মাঝখানে একটা কালো ডট দিলেন। তারপর পাতাটা মাথার উপর উঁচু করে তুলে ধরে ছাত্রদের জিজ্ঞাসা করেন, কি দেখছ তোমরা?
        সব্বাই বলে ওঠে, একটা কালো বিন্দু। 
        উনি হেসে বলেন, সবাই শুধু কালো বিন্দুটাই দেখলে? আর এতবড় সাদাপাতাটা কারোর নজরে এলো না? 
        সব ছাত্ররা চুপ। 
        তখন সেই হেড মাষ্টার বলেন, সব সময় জীবনের উজ্জ্বল দিকটার দিকে নজর দেবে, কালো দিক তো থাকবেই। 
        কোফি আন্নান বলেন, এই আমার জীবনের মূলমন্ত্র। 


        আমাকে এই গল্পটা খুব নাড়া দিয়েছিল। আজও ছাত্রছাত্রীদের বলি।