সৌরভ ভট্টাচার্য
15 February 2016
১
---
তোমায় বুঝি বলে ভালোবাসিনি
ভালোবাসি বলে বুঝেছি
কেন ভালোবাসি?
তা বুঝিনি
২
---
তুমি মুখ ফিরিও না, মরে যাব
কষ্টে না, শোকে না, বিষাদে না
বেঁচে আছি - সেটা ভুলে গিয়ে
৩
-----
তোমাকে দেওয়ার মত উপহার আমার একটাই আছে
আমার আয়ুষ্কাল
মৃত্যুর পরে যদি থাকি
তবে অনন্তকাল
(ছবিঃ সমীরণ নন্দী)