সৌরভ ভট্টাচার্য
28 March 2018
গ্রীষ্মের দুপুরে বাঁশঝাড়ের আলোছায়ার কাটাকুটিতে
দাঁড়িয়েছ কখনও?
না দেখা কোনো চিলের ডাক,
ঝাড়ে লুকানো বন মোরগের ডাক
কিম্বা বসন্ত শেষে ফিরতে না পারা বিভ্রান্ত কোকিলের ডাক -
সব চিন্তা এক ফুঁয়ে নিভিয়ে দিয়েছে কখনও?
হঠাৎ শুনেছ, বুকের ফুটিফাটা মাটিতে জলের কুলকুল স্রোতের শব্দ?
দাঁড়িয়েছ কখনও?
না দেখা কোনো চিলের ডাক,
ঝাড়ে লুকানো বন মোরগের ডাক
কিম্বা বসন্ত শেষে ফিরতে না পারা বিভ্রান্ত কোকিলের ডাক -
সব চিন্তা এক ফুঁয়ে নিভিয়ে দিয়েছে কখনও?
হঠাৎ শুনেছ, বুকের ফুটিফাটা মাটিতে জলের কুলকুল স্রোতের শব্দ?
কবিতা তুমি শূন্য হোয়ো কখনও কখনও
আমার কিছু কথা শূন্যের সাথেও আছে
আমার কিছু কথা শূন্যের সাথেও আছে