Skip to main content


----
কবিতা,
তুমি আমার ঈশ্বর আর প্রেমিকার
মাঝখানে দাঁড়াও
আমি একছুটে -
হাতের কটা কাজ সেরে আসি
কিছু কথা আছে।


------
কবিতা,
তোমার গায়ের থেকে-
কিছু পারিজাতের রেণু ঝরে যাক
কিছু ধুলোবালি থাকুক গায়ে
না হলে তোমার হাত ধরতে সংকোচ হবে
আমি ময়লা মেখে যে!


----
সারাদিনে
অন্তত একটা কবিতা আবিস্কার কোরো
না হলে-
পুরোদিনটাই থেকে যাবে অনাবিস্কৃত।


(আজ বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে)
 

Category