Skip to main content
কিসের দেবীপক্ষ

        কিসের দেবীপক্ষ? হাজার হাজার মহিলা মিছিল করছেন, জমায়েত হচ্ছেন শবরীমালা রায়ের বিরুদ্ধে কেরলে। যেন তাদের সমানাধিকার দিয়ে একটা মহৎ ভুল ঘটিয়েছেন মহামান্য আদালাত! তবে? "যার জন্য করি চুরি, সেই বলে চোর"। 
        রক্তে রক্তে ঢুকে আছে এমন আদিম দ্বিতীয় লিঙ্গের পরিচয়। অথচ বিজ্ঞানমতে যে লিঙ্গটাই প্রথম হওয়া উচিৎ ছিল, হল না শুধু পেশীর বলে, বিজ্ঞানের তথ্যের বলে নয়। সেই গল্পটা মনে পড়ছে, একটা সিংহের বাচ্চা ভেড়ার দলে মানুষ হতে হতে নিজেকে ভেড়া ভাবতে শুরু করেছিল, ঘাসফুস খেয়ে বড় হচ্ছিল। তারপর একদিন এক সিংহ সেই ভেড়ার দলে ভেড়ার মত ব্যবহারকারী সিংহকে দেখে তার আত্মজ্ঞান ঘটায়। 
        কিন্তু আমাদের এখানে ওসব সুক্ষ্মতক্ক... কৃষ্টির দায় সাধারণ বুদ্ধির চাইতে অনেক বেশি। অমূলক অমঙ্গলের ভয়ের নিদান যে চিত্তে জন্মায়, সে চিত্ত যুগান্তব্যপী বিধানের ঘুমে ঘুমন্ত। তবে আর কিসের দেবীপক্ষ?